শুটিং থেকে বিরতী তানিয়া বৃষ্টির

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প্রায় প্রতিদিনই তাকে ক্যামেরার সামনে থাকতে হচ্ছে। লাইট-ক্যামেরার সঙ্গেই তার বসবাস। ব্যস্ততার মধ্যে হঠাৎ করেই জানালেন কয়েকদিনের জন্য শুটিংয়ে বিরতী নেবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে তিনি এটি জানান। কিন্তু কেন?

ফেসবুক পোস্টে তানিয়া বৃষ্টি জানান, তার ছোট ছেলে অসূস্থ। সে সূস্থ না পর্যন্ত শুটিং করবেন না। মূলত অভিনেত্রীর ছোট ছেলে হলো তার বিড়াল ছানা। যাকে তিনি মিলো বলে ডাকেন।

পোস্টে অভিনেত্রী আরও বলেন, যারা একটি বিড়াল ছানার জন্য ভাবছেন এত ইমোশনের কি আছে তাদের জন্য তিনি কিছু বলতে চান না। অথবা এটাকে যারা অপেশাদার আচারণ হিসেবে দেখছেন সেটি নিয়েও তিনি কিছু বলবে না।

তানিয়া বৃষ্টি গত বছর মোশাররফ করিমের সঙ্গে কয়েকটি জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। এছাড়া আরশ খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েও খবরের শিরোনাম হয়েছেন।

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh