ভালোবাসা দিবসে উর্দু নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’

এই ভালোবাসা দিবসে ঢাকার মঞ্চে এক মনোমুগ্ধকর নৃত্যনাট্য দিলনাওয়াজ পরিবেশিত হবে। প্রায় এক শতাব্দী আগের ভারতীয় রাজদরবারের প্রেম ও বিরহের গল্প ফুটে উঠবে এই পরিবেশনার মাধ্যমে।

গল্পটি দিলনাওয়াজ নামের এক যুবতী দাসীকে কেন্দ্র করে আবর্তিত, যার প্রাসাদে আগমন অসুস্থ যুবরাজের স্বাস্থ্যের পরিবর্তন আনে। রানীর চোখে সে সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠে, প্রাসাদের ভেতরেই বেড়ে ওঠে এবং একসময় যুবরাজ শমসেরের হৃদয় জয় করে। তবে, তাদের ভালোবাসা অপূর্ণ থেকে যায়, কারণ দিলনাওয়াজ যুবরাজের জন্য মালা গাঁথতে গাঁথতেই করুণ পরিণতির দিকে এগিয়ে যায়।

এই হৃদয়স্পর্শী প্রেমের গল্পটি প্রায় ১০০ বছর আগে উর্দু লেখিকা রাহাত আরা বেগম লিখেছিলেন। যুবরাজ ও দাসীর নিষিদ্ধ প্রেমের এই কাহিনী এবার ভালোবাসা দিবসে ‘দিলনাওয়াজ’ নৃত্যনাট্যে রূপান্তরিত হয়ে মঞ্চে আসছে।

দিলনওয়াজের ভূমিকায় অভিনয় করছেন মুবাশশিরা কামাল ইরা, যুবরাজ শমসেরের ভূমিকায় আবু নাঈম এবং রানী মায়ের ভূমিকায় উম্মে হাবিবা শোভা। ঢাকার সেরা নৃত্যশিল্পীদের একটি দলও এই প্রযোজনায় অংশ নেবে, যা এই নৃত্যকে আরো প্রাণবন্ত করবে।

প্রধান চরিত্রে তার কাজ সম্পর্কে মুবাশশিরা কামাল ইরা বলেন, ‘এই নৃত্যনাট্য আমার ছোট্ট অভিনয় জীবনের একটি মাইলফলক হতে চলেছে। এটি আমার প্রথম কাজ এবং প্রধান চরিত্রে অভিনয় করা এক অপ্রকাশ্য অনুভূতি।‘

নৃত্যনাট্যটির নৃত্য পরিচালনা করেছেন সাব্বির আহমেদ খান, সঙ্গীত পরিচালনা করেছেন রাতুল শঙ্কর ঘোষ এবং শিল্প নির্দেশনায় রয়েছেন কিংবদন্তী নৃত্য ও সংস্কৃতি ব্যক্তিত্ব লুবনা মারিয়াম।

আগামীকাল, বিকাল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই পরিবেশনা অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh