‘নেতানিয়াহুর পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, অধিকৃত পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ অংশের সম্প্রসারণে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 

গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক বুধবার দেয়া এক বিবৃতিতে বলেন, ‘এ ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করা হলে তা হবে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন।’

তিনি বলেন, ‘তাদের এ ধরনের পদক্ষেপ ফের আলোচনা শুরুর ও আঞ্চলিক শান্তির সম্ভাবনার জন্য ক্ষতিকারক হবে। এছাড়া এটি দ্বি-রাষ্ট্র সমাধান নীতির সম্ভব্যতার জন্যও মারাত্মক ক্ষতির কারণ হবে।’

নেতানিয়াহু মঙ্গলবার এক নির্বাচনি জনসভায় ঘোষণা করেন, আসন্ন আগাম নির্বাচনে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করতে পারলে তিনি জর্দান নদীর পশ্চিম তীরের ‘জর্দান উপত্যকা’কে ইসরাইলের অংশ হিসেবে ঘোষণা করবেন এবং সেখানে ইহুদি বসতি নির্মাণের লক্ষ্যে ইসরাইলি পার্লামেন্টে বিল উত্থাপন করবেন। 

তিনি আরো বলেন, ১৭ সেপ্টেম্বরের নির্বাচনে জয়লাভের পরপরই জর্দান উপত্যকা এবং ডেড সি বা মৃত সাগরের উত্তরাঞ্চলে ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে।

আরব লীগের মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে বুধবার নেতানিয়াহুর এ ঘোষণার নিন্দা জানানো হয়েছে। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের বৈঠকে অংশগ্রহণকারী মন্ত্রীরা বলেছেন, নেতানিয়াহু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবেন বলে ঘোষণা দিয়ে নয়া আগ্রাসনের বার্তা দিয়েছেন এবং এটি বিপজ্জনক অভিব্যক্তি।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এর প্রতিক্রিয়ায় বলেছেন, পশ্চিম তীরের ভূখণ্ড ইসরাইলের সঙ্গে যুক্ত করা হলে তাদের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি বাতিল হয়ে যাবে। নেতানিয়াহুর নির্বাচনী প্রতিশ্রুতি জাতিসংঘ প্রস্তাব ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।- এএফপি ও পার্সটুডে

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //