সোয়াইন ফ্লুর চেয়ে করোনায় মৃত্যু ঝুঁকি ১০ গুণ বেশি: ডব্লিউএইচও

সোয়াইন ফ্লুর চেয়ে নভেল করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি ১০ গুণ বেশি বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোয়াইন ফ্লু ২০০৯ সালে বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। 

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি ঠেকাতে হলে অবশ্যই ভ্যাকসিনের প্রতি গুরুত্ব দিতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস জেনেভা থেকে সোমবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন ভাইরাসটি সম্পর্কে সংস্থাটি অব্যাহতভাবে জানার চেষ্টা করছে। এই ভাইরাসের কারণে বিশ্বে প্রায় ১ লাখ ১৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ২০ লাখ লোক সংক্রমিত হয়েছে।

তিনি বলেন, আমরা জানি কভিড-১৯ দ্রুত ছড়ায় এবং আমরা জানি, এই ভাইরাসে মৃত্যুর ঝুঁকি ২০০৯ সালের ফ্লু মহামারির চেয়ে ১০ গুণ বেশি।

ডব্লিউএইচও বলেছে, সোয়াইন ফ্লু বা এইচওয়ানএনওয়ান সংক্রমণে ১৮ হাজার ৫০০ লোকের মৃত্যু হয়েছে। ২০০৯ সালের মার্চে এই ফ্লু প্রথম মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। 

তবে ল্যানসেট মেডিকেল জার্নালের হিসেবে, এই ফ্লুতে এক লাখ ৫১ হাজার ৭০০ থেকে ৫ লাখ ৭৫ হাজার ৪০০ লোকের মৃত্যু হয়েছে। জুনে এটিকে মহামারি হিসেবে ঘোষণা দেয়া হয়। ল্যানসেট তাদের হিসেবে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার হিসেবও যুক্ত করেছে, যা ডব্লিউএইচও’র হিসেবে আসেনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //