দণ্ডপ্রাপ্ত বিদেশি শিক্ষিকাকে কুখ্যাত কারাগারে পাঠালো ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নারী শিক্ষক কাইলি মুর গিলবার্টকে কুখ্যাত কারচাক কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কর্মীরা।

বিবিসির খবরে জানানো হয়, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়য়ের প্রভাষক কাইলি ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে কারাবন্দি আছেন। যদিও কাইলি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

কাইলির এক বন্ধু জানান, গত দুই বছর ধরে তেহরানে নির্জন কারাবাসে ছিলেন কাইলি। কারাবন্দিদের বিভিন্ন চিরকুট সরবরাহের পাশাপাশি দেয়ালে সেসব লিখতে উদ্বুদ্ধ করায় তাকে নির্যাতন করা হয়।

কাইলি গিলবার্ট কারাবন্দি থাকার সময় একটি কল করার সুযোগ পান। তখন এক ইরানি মানবাধিকার কর্মীকে তিনি বলেছিলেন, তিনি বিষণ্নতায় ভুগছেন এবং ঠিকমতো খেতে পারছেন না।

গত জানুয়ারিতে তেহরানের এভিন কারাগার থেকে গোপনে পাঠানো এক চিঠিতে কাইলি দাবি করেন, তিনি কখনোই গুপ্তচর ছিলেন না। বরং ইরান তাকে গুপ্তচরবৃত্তির জন্য আহ্বান জানিয়েছিল। 

একটি সম্মেলনে যোগদান শেষে ২০১৮ সালে তেহরান বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী এই শিক্ষককে আটক করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //