প্যারিসে আবারো বাধ্যতামূলক মাস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসে আবার বাধ্যতামূলক হচ্ছে মাস্ক পড়া। 

জুনের শেষদিকে করোনা সংক্রমণকে আয়ত্তের মধ্যে আনতে পারা গেলেও গ্রীষ্মকালীন ছুটির পর থেকেই বাড়ছে নতুন সংক্রমণ৷ এমন পরিস্থিতিতে ফরাসী কর্তৃপক্ষ রাজধানী প্যারিসের জনবহুল স্থানে ও বিশেষ করে পর্যটনের স্থানগুলিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার বিধি চালু করেছে৷

১১ বছরের বেশি বয়েসের প্রত্যেককে মাস্ক পরতে হবে, জানিয়েছে প্যারিস পুলিশ৷ প্যারিসের একশরও বেশি রাস্তায় জারি হয়েছে এই বিধি৷ পুলিশের পক্ষে একটি বিবৃতিতে বলা হয়, ‘‘জুলাইয়ের মাঝামাঝি থেকে এই সব অঞ্চলগুলিতে বাড়তি সংক্রমণ দেখা গেছে৷’’

বাড়তি কড়াকড়ির স্থানগুলির মধ্যে রয়েছে প্যারিসের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনের জায়গাগুলি, যেমন মঁমার্ত্র, সাক্র ক্যুর গির্জা ও সেইন নদীর আশেপাশের অঞ্চল৷

বর্তমানে, গড়ে প্রায় ৪০০জন নতুন করে সংক্রমিত হচ্ছেন এই এলাকাগুলিতে, যার মধ্যে বেশির ভাগ সংক্রমিতের বয়েস বিশ থেকে ত্রিশের মধ্যে৷

শুধু প্যারিসই নয়, বাধ্যতামূলক মাস্ক পরার বিধি জারি করা হয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, রোমানিয়া ও স্পেনের কিছু অংশেও৷

জার্মানিতে অপরিবর্তিত রয়েছে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার বিধি৷



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : প্যারিস

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //