যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্যে আগাম ভোট

যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট শুরু হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই অঙ্গরাজ্যগুলো হলো- মিনেসোটা, ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইওমিংয়।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শুক্রবার ভোট শুরু হওয়ার পর ভার্জিনিয়া ও মিনেসোটাতে দীর্ঘ লাইন দেখা গেছে। মহামারি নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব উপেক্ষা করে ভোট দিতে আসেন ভোটাররা।

এদিকে, নির্বাচণকে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও বাইডেন দুজনই। ২০১৬ সালে অঙ্গরাজ্যটিতে সামান্য ভোটের ব্যবধানে হেরেছিলেন ট্রাম্প। আর এই নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের চুক্তিকে কাজে লাগাচ্ছেন। তবে পিছিয়ে নেই বাইডেনও। জানা গেছে, বিজ্ঞাপন তৈরি করে ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন বাইডেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //