ক্যামেরুনে স্কুলে ঢুকে ৮ শিশুকে গুলি করে হত্যা

ক্যামেরুনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কুম্বা শহরের একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় অন্তত ৮ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। 

প্রতিবেদনে বলা হয়, আক্রমণকারীরা কুম্বা শহরের মাদার ফ্রান্সিকা ইন্টারন্যাশনাল বাইল্যাঙ্গুয়াল একাডেমিতে সাধারণ মানুষের পোশাক পরে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে। এরপর তারা একটি শ্রেণীকক্ষে গিয়ে বন্দুক ও বড় বড় ছুরি নিয়ে শিশুদের ওপর আক্রমণ করে। এতে ওই স্কুলের ৮ শিশু ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় ১২ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, এই হামলাকে নৃশংস ও ন্যক্কারজনক বলে উল্লেখ করেছে জাতিসংঘ।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : ক্যামেরুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //