লাতিন আমেরিকায় করোনার গণ টিকাদান শুরু

লাতিন আমেরিকায় শুরু হয়েছে করোনার গণ টিকাদান।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) লাতিন আমেরিকার দেশ চিলি ও কোস্টা রিকা ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ শুরু করেছে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অন্যদিকে, আর্জেন্টিনা কয়েকদিন আগে রাশিয়ার তৈরি করোনার টিকা ‘স্পুটনিক ভি ভ্যাকসিন’র জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছিলো। বৃহস্পতিবার সকালে সেখান থেকে ৩০ হাজার ডোজ টিকা আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস অ্যারসে পৌঁছেছে।

মেক্সিকো সিটির রুবেন লেনরো হসপিটালের আইসিইউয়ের প্রধান নার্স ৫৯ বছর বয়সী মারিয়া আইরিন রামিরেজ বলেন, ‘ভয়ে আছি, তবে কাজ চালিয়ে যেতে হবে এবং আমি লড়াইয়ের সম্মুখ সারিতে থাকতে চাই।’

মেক্সিকো ফাইজার-বায়োএনটেককে তিন কোটি ৪০ লাখ ডোজ টিকার অর্ডার দিয়েছে। এরই অংশ হিসেবে বুধবার বেলজিয়ামের ব্রাসেলস থেকে তিন হাজার ডোজ হাতে পায় ১২ কোটি ৬২ লাখ মানুষের দেশ মেক্সিকো। ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকে অন্তত সব স্বাস্থ্যকর্মীর টিকা নিশ্চিত করতে চায় দেশটির সরকার।

বাংলাদেশ সময় শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, মেক্সিকোর ১৩ লাখ ৬২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে এক লাখ ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। চিলির পাঁচ লাখ ৯৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং এদের মধ্যে ১৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ ছাড়া কোস্টা রিকার প্রায় এক লাখ ৬৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে দুই হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

অন্যদিকে আর্জেন্টিনায় ১৫ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে আর ৪২ হাজারের বেশি মানুষ এই রোগে প্রাণ হারিয়েছে। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //