তিনদিনে ৭৬ হাজার কোটি টাকা ক্ষতি আদানির

কিছুদিন আগেই ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুযায়ী এশিয়ার শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে এসেছিলেন ভারতের গৌতম আদানি। কিন্তু ৩ দিনে ৭৬ হাজার ৩১০ কোটি টাকা (৯ বিলিয়ন ডলার) ক্ষতির মুখের পড়েছেন এই ব্যবসায়ী।

ফলে এশিয়ার দ্বিতীয় ধনকুবেরের তালিকায় স্থান হারালেন আদানি। আদানিকে টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছেন চীনের শিল্প উদ্যোগী ঝং শানশান।

চীনের শীর্ষ পানীয় প্রস্তুতকারক কোম্পানির মালিক শনশানের সম্পত্তির মোট পরিমাণ আপাতত ৬৯ দশমিক ৩ বিলিয়ন ডলার।

গত কয়েক দিনে হঠাৎ আদানি গ্রুপের শেয়ার দর কমে যায়। আর এ কারণেই এশিয়ার তৃতীয় এবং গোটা বিশ্বের ধনীদের তালিকায় ১৫তম স্থানে নেমে গেছেন গৌতম আদানি।

গত বছর প্রায় ৩৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের সম্পত্তি বেড়ে যায় আদানি গ্রুপের। করোনাকালে তার আদানি গ্রিন, আদানি টোটাল গ্যাস, আদানি পাওয়ারসহ বেশ কয়েকটি কোম্পানির সম্পদ প্রায় ৮ ট্রিলিয়নে দাঁড়ায়।

লোকসানের কারণ হিসেবে বলা হচ্ছে, এনএসডিএল তিনটি বিদেশি ফান্ডকে সম্পূর্ণ ফ্রিজ করে দিয়েছে। যার মধ্যে রয়েছে আদানি গ্রুপের চারটি প্রতিষ্ঠানের প্রায় ৪৩ হাজার ৫০০ কোটি টাকার শেয়ার।

আর সে কারণেই হঠাৎ পতনের সম্মুখীন হয় আদানি গ্রুপের শেয়ার। গত তিন দিনেই প্রায় ৯ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে আদানি গ্রুপ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //