সাড়ে ৩ মাস পর সুয়েজ খাল ছাড়ল এভার গিভেন

মিসরের সঙ্গে ক্ষতিপূরণ চুক্তি স্বাক্ষরের পর সুয়েজ খাল থেকে ছাড়া পেয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে পণ্যবাহী জাহাজ এভার গিভেন। এর আগে প্রায় তিন মাস খালের নিকটবর্তী ইসমাইলিয়া শহরে এটিকে আটকে রাখা হয়। 

জাহাজটির মালিক পক্ষের সঙ্গে চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি মিসরীয় কর্তৃপক্ষ। তবে এটি ছাড়ার আগে ৫৫ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।

গত মার্চে ‘এমভি এভার গিভেন’ নামে ৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার প্রশস্ত, দুই লাখ টন ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি ভূমধ্যসাগরের দিকে যাওয়ার সময় আড়াআড়িভাবে আটকে পড়ে। এতে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক নৌপথ সুয়েজ খালে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। 

জাহাজটির মালিকপক্ষ জানিয়েছে, জোরালো বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি আটকে পড়ে। এতে ওই এলাকায় জাহাজ জট তৈরি হয়। পরে জাহাজটি সরিয়ে নিয়ে নৌপথ চলাচল উপযোগী করা হলেও ক্ষতিপূরণের দাবিতে আটকে রাখে মিসরীয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সাড়ে এগারোটার দিকে এভার গিভেন জাহাজটি উত্তর দিতে ভূমধ্যসাগরের দিকে রওনা দেয়। জাহাজটিতে এখনও প্রায় ১৮ হাজার তিনশ’ কন্টেইনার রয়েছে। 

মিশরের পোর্ট সৈয়দে জাহাজটির নিরাপত্তা খতিয়ে দেখা হবে। পরে এটি নেদারল্যান্ডসের রটেরডাম বন্দরের উদ্দেশে রওনা দেবে। সেখান থেকে যুক্তরাজ্যেূ পৌঁছে কন্টেইনারগুলো খালাস করার কথা রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //