অনুমোদন পেলো মডার্নার বুস্টার ডোজ

মডার্নার টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ পর্যবেক্ষণকারী সংস্থা। ১৮ বছরের বেশি বয়সীদের জন্য এ অনুমোদন দেয়া হয়। স্থানীয় সময় সোমবার তারা এই অনুমোদন দেয়। 

টিকার প্রাথমিক ডোজ নেয়ার পর সুরক্ষার মাত্রা কমে যাওয়ার আশঙ্কা থেকে এই বুস্টার ডোজের অনুমোদন দেয়া হয়েছে। খবর রয়টার্সের

ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) জানিয়েছে, দ্বিতীয় ডোজ টিকা নেয়ার ছয় থেকে আট মাস পর মডার্নার স্পাইকভ্যাক্স টিকার তৃতীয় ডোজ নিলে প্রাপ্তবয়স্কদের শরীরে অ্যান্টিবডির মাত্রা বাড়ে। যাদের অ্যান্টিবডির মাত্রা কমে গেছে, তাদের ক্ষেত্রে টিকার বুস্টার ডোজ কার্যকর হবে।

ইএমএ আরো জানিয়েছে, স্থানীয় করোনা মহামারি পরিস্থিতি বিবেচনা করে বুস্টার ডোজ ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করা হতে পারে। বুস্টার ডোজের প্রতিক্রিয়া দ্বিতীয় ডোজ টিকার মতোই হয়ে থাকে।

বুস্টার ডোজ নেয়ার পর হৃদ্‌যন্ত্রের প্রতিক্রিয়া ও অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হয়েছে। বুস্টার ডোজের কার্যকারিতা নিয়ে মূল্যায়ন চালিয়ে যাবে বলেও জানিয়েছে সংস্থাটি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //