করোনার নতুন ধরন ঠেকাতে বুস্টার শট আনবে মডার্না

করোনাভাইরাসের রূপান্তরিত নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে টিকার ডোজ আরও শক্তিশালী (বুস্টার) করবে মডার্না। শনিবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে মার্কিন এই কোম্পানির শীর্ষ নির্বাহী স্টেফানে ব্যানসেল এই তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে ব্যানসেল বলেন, ‘আমরা ওমিক্রন ধরনটিকে মোকাবিলা করার জন্য বুস্টার শট আনার পরিকল্পনা নিয়েছি। আশা করি দ্রুত আমরা এই টিকা প্রস্তুত করতে পারব।’

‘ইতোমধ্যে ওমিক্রনকে উদ্বেগজনক ধরন হিসেবে উল্লেখ করেছে ডব্লিউএইচও। এ কারণে এটি ঠেকাতে যে পদক্ষেপই নেওয়া হোক, দ্রুত নেওয়া উচিত।’

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় বি.১.১৫২৯ নামের এই রূপান্তরিত ধরনটি, পরে গ্রিক বর্ণমালা অনুসারে যার নাম দেওয়া হয় ওমিক্রন। ইতোমধ্যে এই ধরনটি দক্ষিণ আফ্রিকার বাইরে বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে পাওয়া গেছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সন্ধান।

যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া রূপান্তরিত ধরনটির স্পাইক প্রোটিন মূল করোনাভাইরাসের চেয়ে অনেকটাই ভিন্ন। ফলে, মূল করোনাভাইরাস থেকে এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি- এমন শঙ্কা উড়িয়ে দেওয়ার উপায় নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের নতুন এই ধরনটি মূল ভাইরাস ও তার অন্যান্য রূপান্তরিত ধরনগুলোর চেয়ে অনেক দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে বা মানুষকে আক্রান্ত করতে সক্ষম।

ডব্লিউএইচওর বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাথমিক যেসব তথ্য পাওয়া গেছে সেসব পর্যালোচনা করে বোঝা যাচ্ছে- করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরাও ওমিক্রনে আক্রান্ত হতে পারেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //