ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তির ঝুঁকি ডেল্টার চেয়ে কম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির ঝুঁকি ডেল্টা ধরনের চেয়ে কম। যুক্তরাজ্যে দুটি গবেষণা থেকে এসব তথ্য জানা গেছে। 

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত ওমিক্রন নিয়ে সর্বশেষ করা এই দুটি গবেষণাপত্র গতকাল বুধবার (২২ ডিসেম্বর) প্রকাশিত হয়। দুটি গবেষণার একটি স্কটল্যান্ড ও অপরটি ইংল্যান্ডে করা হয়। এ গবেষণার ফলাফলকে বিশেষজ্ঞরা সতর্কতার সাথে স্বাগত জানিয়েছেন। 

স্কটিশ গবেষণার সহলেখক জিম ম্যাকমানামান বলেন, পর্যবেক্ষণ, পরিসংখ্যান ও বিশ্লেষণের ভিত্তিতে এ কথা বলা যায় যে ওমিক্রনে সংক্রমিতদের হাসপাতালে ভর্তির ঝুঁকি কম।

লন্ডনের ইমপিরিয়াল কলেজে প্রকাশিত গবেষণায় আরও বলা হয়, ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে থাকার ঝুঁকি ডেল্টায় আক্রান্তদের তুলনায় ৪০ থেকে ৪৫ শতাংশ কম। 

ইংল্যান্ডে করা আরেকটি গবেষণায় দেখা গেছে, ডেল্টার তুলনায় ওমিক্রনে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তির ঝুঁকি ২০ থেকে ২৫ শতাংশ কমে যায়।

যুক্তরাজ্যে ১ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পাওয়া পিসিআর টেস্টের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানান, গবেষণা চলাকালে বিভিন্ন তথ্যের গড় পর্যবেক্ষণের ভিত্তিতে তারা দেখেছেন, ডেল্টার তুলনায় ওমিক্রনে বেশি সংক্রমিত হলেও হাসপাতালে ভর্তির ঝুঁকি কম থাকে।

স্কটিশ ওই গবেষণা আরও বলছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে করোনার ডেল্টা ও ওমিক্রন ধরনে যারা আক্রান্ত হয়েছে, তাদের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, ওমিক্রনে আক্রান্ত হলে ডেল্টার তুলনায় হাসপাতালে ভর্তির ঝুঁকি দুই-তৃতীয়াংশ কমে যায়।

সংক্ষিপ্ত পরিসরে ওই গবেষণাটি করা হয়। গবেষণার আওতায় যারা ছিলেন, তাদের মধ্যে ৬০ বছরের নিচে কেউ হাসপাতালে ভর্তি হননি।

ইমপিরিয়াল কলেজ লন্ডনের গবেষক ও ইংল্যান্ড গবেষণার সহ লেখক আজরা ঘানি এক বিবৃতিতে বলেন, ওমিক্রন ধরনে আক্রান্তদের হাসপাতালে যাওয়ার ঝুঁকি কম থাকার বিষয়ে আশ্বস্ত করা হলেও সংক্রমণের ঝুঁকি কিন্তু তীব্র। তবে করোনা টিকার বুস্টার ডোজ হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমাতে পারে। - এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //