করোনার নয়া ধরন এক্সই, ওমিক্রনের চেয়ে ১০ গুণ বেশি সংক্রামক

ডেলটাক্রন, ওমিক্রন ও নিওকোভের এবার সন্ধান মিলল করোনাভাইরাসের নয়া ধরন এক্সই’র (XE)। করোনার এই নয়া ধরনটি ওমিক্রনের বিএ.২ উপধরনের তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ওমিক্রন ধরনের বিএ.১ এবং বিএ.২ উপধরনের সংমিশ্রণের ফলেই পরিব্যক্ত এক্সই ধরনের উৎপত্তি। গত ১৯ জানুয়ারি ব্রিটেনে এই ভাইরাসটি প্রথম চিহ্নিত হয়েছিল। এখনো পর্যন্ত ৬০০টি এক্সই সংক্রমণের ঘটনা নিশ্চিতভাবে চিহ্নিত করা গেছে। 

তবে সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনার নয়া ধরনটির মারণক্ষমতা কম বলেই প্রাথমিক পর্যবেক্ষণে অনুমান। এখনো পর্যন্ত ওমিক্রনের বিএ.২ উপধরনটি বিশ্বে সবচেয়ে বেশি সংক্রামক হিসেবে পরিচিতি পেয়েছে। 

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংক্রমণের অধিকাংশ ক্ষেত্রেই এই ভাইরাসটি দায়ী। সম্প্রতি হংকংয়ে শিশুদের উপরে করা একটি পরীক্ষায় দেখা গেছে, করোনার অন্যান্য ধরনের তুলনায় তো বটেই, ইনফ্লুয়েঞ্জা ও প্যারাইনফ্লুয়েঞ্জার চেয়েও বেশি গুরুতর সংক্রমণ ছড়াতে সক্ষম বিএ.২ উপধরনটি। তার আগে পাওয়া ওমিক্রন ধরনের বিএ.১ উপধরনটিও যথেষ্ট সংক্রামক ছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //