রাশিয়ার উচিত পোল্যান্ডকে গুড়িয়ে দেয়া: ওলগা স্কাবিভা

ক্রেমলিনপন্থী একটি রাশিয়ান টেলিভিশন চ্যানেল বলছে, ইউক্রেনের পর রাশিয়ার পরবর্তী আগ্রাসনের টার্গেট হচ্ছে ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড

রাশিয়া-১ টিভির উপস্থাপক ওলগা স্কাবিভা তার ‘৬০ মিনিটস’ শোতে ডেইলি বিস্টের সাংবাদিক জুলিয়া ডেভিসকে উদ্ধৃত করে বলেন, রাশিয়ার উচিত ইউক্রেনের পর পশ্চিমা দেশগুলোকে গুড়িয়ে দেওয়া। আর তা শুরু হতে পারে প্রতিবেশী দেশ পোল্যান্ড দিয়ে।

উপস্থাপক ওলগা স্কাবিভা বলেন, ‘যে অস্ত্রগুলো ইউক্রেনে সরবরাহ করা হচ্ছে তা ধ্বংস করতে পারলেও, যুক্তরাষ্ট্র যে পরিমাণে অস্ত্র ইউক্রেনে পাঠাচ্ছে তা বিবেচনায় রেখে আমাদেরকে বৈশ্বিকভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য করছে যুক্তরাষ্ট্র। 

ক্রেমলিনপন্থী এই উপস্থাপক আরো বলেন, ‘সম্ভবত এটি স্বীকার করার সময় এসেছে যে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শেষ হয়েছে। আমরা শুধু ইউক্রেনের নয়, পুরো ন্যাটো জোটের নিরস্ত্রীকরণ পরিচালনা করতে বাধ্য হয়েছি।’

ন্যাটোর আর্টিকেল-৫ অনুযায়ী কোনো মিত্রের ওপর হামলা পুরো জোটের ওপর হামলা বলে বিবেচিত হবে। আর সে কারণে রাশিয়া যদি ন্যাটো সদস্য পোল্যান্ডে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ৩০ জাতির পুরো জোটের সাথে সরাসরি লড়াই শুরু হয়ে যেতে পারে।

রাশিয়ার আইনপ্রণেতা ওলেগ মেতভিয়েচেভ বলেন, ‘পোল্যান্ড যদি কোনো হস্তক্ষেপ শুরু করে তাহলে দেশটির বর্তমান সীমানা মূল্যহীন হয়ে পড়বে।’

উল্লেখ্য, পোলিশ সরকারি রেডিও গত ২৯ মে জানিয়েছে, ইউক্রেনে ১৮ এএইচএস ক্রাব সেলফ- প্রোপেলড হাউইটজার ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে।

উপস্থাপক ওলগা স্কাবিভা বলেন, ‘তিনি চান না রাশিয়ার হস্তক্ষেপ কেবল পোল্যান্ডেই থেমে যাক। তিনি বলেন, আমি কেবল পোল্যান্ড নিয়ে কথা বলছি না, মূলত যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের কথা বলছি। তারা লাইনে আছে।’ -সূত্র: নিউজ উইক

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //