নগ্ন হয়ে একসাথে সাইকেল চালালেন কয়েকশ’ মানুষ

সম্প্রতি ইংল্যান্ডের রাস্তায় হয়ে গেল ‘ওয়ার্ল্ড নেকেড বাইক রাইড’। এই রাইডে অংশ নেওয়া কয়েকশ’ মানুষ নগ্ন হয়ে পথে পথে সাইকেল চালিয়েছেন। সাইকেল আরোহীদের মধ্যে কেউ কেউ শরীরে রঙ মেখে, আবার কেউ কেউ সম্পূর্ণ নগ্ন হয়েই একসাথে সাইকেল চালান।

মানুষকে বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতন করে তোলাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। এছাড়া সাইকেল চালানোর উপকারিতা এবং প্রয়োজনীয়তার বিষয়ে সবাইকে অবগত করতেও এই পদক্ষেপ নেন অংশগ্রহণকারীরা।

একবিংশ শতাব্দীতে অত্যধিক হারে গাড়ির ব্যবহার বেড়েছে। এর প্রভাব সরাসরি পরিবেশের উপর পড়ছে। পরিবেশ বাঁচাতে গাড়ির বদলে সাইকেলের ব্যবহার বৃদ্ধি করাই এই উদ্যোগের কারণ। সাইকেল চালালে জীবাশ্ম জ্বালানির ব্যবহারও কম হবে।

এই কর্মসূচিতে অংশ নেওয়া প্রত্যেক সদস্যেই ছিলন নগ্ন। গায়ে একটি সুতাও নেই। বিভিন্ন রং দিয়ে নিজেদের শরীর ঢেকেছিলেন অনেকে। ২০০৪ সাল থেকে শুরু হয় এই ‘নেকেড বাউক রাইড’। 

লন্ডন ছাড়াও আমেরিকা, মেক্সিকো, মাদ্রিদ, টরন্টোর মতো আরো অন্যান্য জায়গার মানুষ এই কর্মসূচিতে সামিল হয়ে থাকেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //