উত্তর কোরিয়ায় অজ্ঞাত মহামারির প্রাদুর্ভাব

উত্তর কোরিয়ার কৃষি অঞ্চলে অজ্ঞাত মহামারির প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

এমন সময় দেশটিতে নতুন মহামারির খবর এলো, যখন দেশটিতে একদিকে করোনা মহামারি এবং অপরদিকে খাদ্য ঘাটতির মোকাবিলা করতে হচ্ছে।

কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন গতকাল বুধবার (১৫ জুন) পশ্চিমের বন্দর শহর হাইজুতে ‘তীব্র অন্ত্রের মহামারিতে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য ওষুধ পাঠিয়েছেন। তবে বার্তা সংস্থাটি আক্রান্তের কোনও সংখ্যা প্রকাশ করেনি।

কেসিএনএ লিখেছে, ‘(কিম) মহামারি সংক্রান্ত পরীক্ষা এবং বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে আক্রান্তের বিষয়টি নিশ্চিতের জন্য এবং যত দ্রুত সম্ভব মহামারির বিস্তার রোধ করার জন্য সন্দেহভাজন আক্রান্তদের আইসোলেশনে রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।’

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের আন্তঃ কোরীয় বিষয়গুলি পরিচালনাকারী একজন কর্মকর্তা জানিয়েছেন, মহামারিটি কলেরা বা টাইফয়েড বলে সন্দেহ করা হচ্ছে। সরকার প্রাদুর্ভাব পর্যবেক্ষণ করছে।

দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা এর আগে আইন প্রণেতাদের জানিয়েছিল, উত্তর কোরিয়ায় করোনভাইরাস প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়ার আগেই সেখানে টাইফয়েডের মতো পানিবাহিত রোগগুলো ছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //