মাঝ সাগরে জাহাজ ভেঙে দুই টুকরো

দক্ষিণ চীন সাগরে তাইফুনের কবলে পড়ে হংকংয়ের একটি জাহাজ ভেঙে দুই টুকরো হয়েছে। এসময় জাহাজের ২৭ জন ক্রু নিখোঁজ রয়েছে। 

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের এক বার্তায় জানানো হয়, তাইফুন ‘চাবা’ ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে। এতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। 

এদিকে তাইফুনের আঘাতে যোগাযোগব্যবস্থা বন্ধ করে দিয়েছে হাইনান। প্রদেশটির কর্তৃপক্ষ একে শক্তিশালীর দিক দিয়ে লেভের-২ হিসেবে আখ্যায়িত করেছে। শুধু তাই নয় বন্ধ করা হয়েছে রেল চলাচল এবং বাতিল করা হয়েছে ৪০০ ফ্লাইট। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে এর ফলে আগস্টে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ায় এমন বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে চীনা কর্তৃপক্ষ বলছে। এদিকে তাইফুনের আঘাতে হংকংয়ের একটি ইঞ্জিনিয়ারিং ভ্যাসেলের ৩০ জন কর্মী নিখোঁজ রয়েছে। শনিবার সরকারিভাবে এ তথ্য জানানো হয়। 

হংকং থেকে ৩০০ কিলোমিটার দূরে তাদের সন্ধান পাওয়া গেছে। তবে তিনজনেক উদ্ধার করা হয়েছে। বাকীদের উদ্ধার কাজ চলমান রয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //