রাশিয়ার ব্ল্যাকমেইল, নতি স্বীকার কানাডার

গতমাসে জার্মানিতে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহের পরিমাণ প্রায় ৪০ ভাগ কমিয়ে দেয় রাশিয়া৷ 

গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার কারণ হিসেবে রাশিয়া জানিয়েছিল, নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের একটি টারবাইন কানাডায় মেরামতের জন্য পাঠানো হয়েছে৷ 

কিন্তু মেরামত শেষে টারবাইনটি ফিরে না আসায় গ্যাস সরবরাহ সচল রাখা কঠিন হয়ে যাচ্ছে৷ ফলে সরবরাহ কমে গেছে৷ 

ইউক্রেনের দাবি, টারবাইনটি ফেরত পেতে ইচ্ছাকৃতভাবে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া৷ তারা জার্মানি ও কানাডাকে গ্যাসের মাধ্যমে ব্ল্যাকমেইল করে টারবাইন ফেরত পাওয়ার চেষ্টা করছে। 

তবে রাশিয়া জানিয়েছে, গ্যাস পাইপলাইন সচল রাখতে তাদের অবশ্যই টারবাইনটি লাগবে। 

কিন্তু রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় এটি ফেরত দেওয়া নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছিল। কেউ কেউ বলছিল কানাডা টারবাইন ফেরত দিলে তা নিষেধাজ্ঞা ভঙ্গ হবে৷ 

তবে অবশেষে রাশিয়াকে টারবাইনটি ফেরত দিতে সম্মত হয়েছে কানাডা৷ 

আর কানাডার এমন সিদ্ধান্তের পর ক্ষুদ্ধ হয়েছেন কানাডিয়ান-ইউক্রেনিয়ান সংসদ সদস্যরা৷ 

ইউক্রেনিয়ান কানাডিয়ান কংগ্রেসের প্রেসিডেন্ট আলেক্সান্দ্রা চাইজিজ বলেছেন,  আমাদের সম্প্রদায় অত্যন্ত ব্যথিত হয়েছে, কানাডা রাশিয়ার ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করায়। 

তিনি আরও বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা দুর্বল করে দিতে একটি নিদর্শন তৈরি করল কানাডা।

তবে কানাডার পক্ষ থেকে বলা হয়েছে, জার্মানির গ্যাসের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে৷ যদি গ্যাস কম আসতে থাকে তাহলে আসন্ন শীতে ঘরও গরম করতে পারবে না জার্মানি৷ সেটি ভেবেই টারবাইন ফেরত দিচ্ছে তারা। 

সূত্র: আল জাজিরা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //