ফিলিপাইনের অ্যাতেনিও ডি ম্যানিলা
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলির ঘটনায় মেয়রসহ তিন জনের প্রাণ হানির ঘটনা
ঘটেছে। রবিবার (২৪ জুলাই) ফিলিপিনো রাজধানী ম্যানিলায় এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।
এদিন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের
শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা সমাবর্তন অনুষ্ঠানের জন্য সমবেত হয়েছিলেন। সেখানে
মেয়ের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলীয় লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগে।
এসময় এক বন্দুকধারীর গুলিতে
ফুরিগের পাশাপাশি এক নিরাপত্তাকর্মী এবং অজ্ঞাত আরেক ব্যক্তি নিহত হন।
স্থানীয় কুইজন সিটি পুলিশের
প্রধান রেমাস মেদিনা জানিয়েছেন, ফুরিগেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই গুলি চালায়
হামলাকারী। সন্দেহভাজন ওই ব্যক্তি ক্যাম্পাসের নিরাপত্তা সদস্যদের গুলিতে আহত হন এবং
গাড়িতে কিছুক্ষণ ধাওয়া করার পরে গ্রেপ্তার হয়েছেন। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে
পুলিশ।
মেদিনা বলেন, হামলাকারীকে দৃঢ়প্রতিজ্ঞ
হত্যাকারী বলে মনে হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে তার কোনো স্বজন ছিল না।
গুলির ঘটনার পরপরই সমাবর্তন
অনুষ্ঠান বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ
মার্কোস জুনিয়র এক বিবৃতিতে বলেছেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের আইন প্রয়োগকারী
সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও দ্রুত তদন্ত করবে এবং জড়িতদের বিচারের
আওতায় আনবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh