সুদানে ভয়াবহ বন্যা, মৃত ৫২

সুদানে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৫২ জন প্রাণ হারিয়েছেন। এ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কয়েক হাজার ঘরবাড়ি ভেসে গেছে। 

গতকাল শনিবার (১৩ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসইউএনএয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সুদানের ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল ডিফেন্সের মুখপাত্র আবদেল জলিল আবদেল রহিমের বরাত দিয়ে এসইউএনএ জানিয়েছে, বন্যায় সুদানে পাঁচ হাজার তিনশ’ ৪৫টি বাড়ি ভেসে গেছে। একইসাথে অন্যান্য সরকারি স্থাপনা, দোকানপাট এবং কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় দেশটির উত্তর ও দক্ষিণ কর্ডোফান রাজ্য, নীল নদ রাজ্য এবং দক্ষিণ দারফুর সুদান জুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) অনুমান করেছে, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে সুদান জুড়ে প্রায় ৩৮ হাজার মানুষ বৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওসিএইচএ এর মতে, ২০২১ সালের বর্ষা মৌসুমে সুদান জুড়ে প্রায় তিন লাখ ১৪ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //