সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বুধবার (৩১ আগস্ট) রাতে বিমানবন্দরটির বিভিন্ন অংশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।

সিরিয়ার সরকারি বার্তাসংস্থা সানা বলেছে, গতকাল বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইসরায়েলি সেনারা আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে স্থাপনাটির মূল অংশের বস্তুগত ক্ষতি হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিমানবন্দরটির রানওয়ে ও গোডাউনের অংশে চারটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গতকাল বুধবার রাজধানী দামেস্ক ও এর আশপাশের অঞ্চলকে লক্ষ্য করে নিক্ষিপ্ত একাধিক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

উল্লেখ্য, ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তেল আবিব ও দামেস্ক কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে।

সূত্র: রেডিও তেহরান

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //