শ্রীলঙ্কায় ফিরছেন গোতাবায়া

শিগগিরই শ্রীলঙ্কায় ফিরছেন দেশটির ক্ষমতাচ্যুত পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) গোতাবায়ার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

গত জুলাইতে গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায়ই একটি সামরিক বিমানে করে স্ত্রী কাতুনায়েকে ও দুই দেহরক্ষীসহ গোতাবায়া মালদ্বীপে পালিয়ে যান। পরে সেখান থেকে সিঙ্গাপুর, পরে থাইল্যান্ডে পাড়ি জমান। তবে এবার গোতাবায়া তার নিজ দেশ শ্রীলঙ্কায় ফিরতে চলেছেন। সেটি হতে পারে আগামীকাল শনিবারই (৩ সেপ্টেম্বর)। 

সংবাদমাধ্যম বলছে, শ্রীলঙ্কার কোনো আইনেই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিধান নেই। তবে পদত্যাগের পর গ্রেপ্তার হওয়ার হাত থেকে বাঁচতে গোতাবায়া বিদেশে পালিয়ে যান বলে ধারণা করা হয়।

পিটিআই বলছে, গোতাবায়া আগামীকাল শনিবার শ্রীলঙ্কায় ফিরে আসবেন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররকে জানিয়েছে। 

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গোতাবায়া রাজাপাকশের ফেরার সব ব্যবস্থা করেছেন।

মূলত রাজাপাকশের নেতৃত্বাধীন দল এসএলপিপির অনুরোধের পরই বিক্রমাসিংহে এ বিষয়ে পদক্ষেপ নেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //