পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসার মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

দেশটির পর্যটন মন্ত্রী হারিন ফার্নান্দো বলেছেন, দেশটিতে পর্যটন খাতকে আরো প্রসারিত করতেই এই সিদ্ধান্ত। 

শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রী জানান, শ্রীলঙ্কায় পর্যটনকে উৎসাহিত করতে ৩৫টি দেশের জন্য ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে একজন পর্যটক ৬ মাস শ্রীলঙ্কায় থাকতে পারবেন।

হারিন ফার্নান্দো বলেন, আশা করছি ২০২২ সালে এক মিলিয়ন পর্যটকের আগমন দেখতে পাব শ্রীলঙ্কায়। আমরা এ বছর পর্যটন থেকে দুই বিলিয়ন ডলার আশা করছি।

উল্লেখ্য, বাংলাদেশিসহ বিশ্বের যেকোনও ভ্রমণকারী পাবেন ৫ বছরের মাল্টিপল ভিসা। প্রতিবার ভ্রমণে টানা ৬ মাস থাকতে পারবেন শ্রীলঙ্কায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //