শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সাথে বসতে চায় যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া পরমাণু বিষয়ে নিজেদের অবস্থান ঘোষণা করার পর পিয়ং ইয়ংয়ের সাথে কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন দাবি করছে, উত্তর কোরিয়ার প্রতি তাদের কোনো শত্রুতা নেই এবং ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের সাথে আলোচনায় বসতে চায়।

এর একদিন আগে উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্রধর দেশ হিসেবে ঘোষণা করেছে এবং জাতীয় সংসদে আইন পাস করেছে যে, শত্রুর হুমকি মনে করলে তা ঠেকাতে আগেভাগেই পিয়ইয়ং পরমাণু অস্ত্র ব্যবহার করবে।

হোয়াইট প্রেস সেক্রেটারি কারিন জ্য পিয়েরে বলেছেন, ‘যেমনটি আমরা বলেছি এবং উত্তর কোরিয়া নেতা টিম জং উনসহ অন্য কর্মকর্তারা জানেন যে, আমরা সব সময় পন্থা অনুসরণ করতে চাই এবং কোন রকম শর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত আছি। কিন্তু উত্তর কোরিয়া অব্যাহতভাবে কোন সাড়া দিচ্ছে না।’

তিনি আরো বলেছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে আসা হুমকি মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র বিশেষ পদক্ষেপ নিয়েছে। একইসাথে মিত্রদের সাথে এ ব্যাপারে সমন্বয় করে চলেছে।

সূত্র: রেডিও তেহরান

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //