ইতালিতে ভোটগ্রহণ চলছে, কট্টর ডানপন্থিদের পাল্লা ভারী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার বেছে নেয়া হবে কি না, সেই বিষয়ে রায় জানাচ্ছেন ইতালির ভোটাররা। এ রিপোর্ট লেখার সময় ইতালির স্থানীয় সময় রবিবার দুপুর ২টার দেশটিতে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছিল। এদিন সকাল ৭টা থেকে রাত ১১ পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আনুষ্ঠানিক ফলাফল সোমবার। ফল কী হয়, তা জানতে ইউরোপের অন্যান্য দেশও অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ভোটের আগে হওয়া সর্বশেষ জনমত জরিপগুলোতে জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি ব্রাদার্স অব ইতালি পার্টির জয়জয়কার দেখা গেছে। আরও দুই ডানপন্থি দলের সঙ্গে মিলে করা তার জোট ক্ষমতাসীন হলে মেলোনিই ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। 

ব্রাদার্স অব ইতালির এ শীর্ষ নেতা সাম্প্রতিক সময়ে নিজের খানিকটা উদার ভাবমূর্তি দাঁড় করিয়েছেন, রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে সমর্থনও করেছেন। ইউরোপ নিয়ে তার ক্ষোভের বহিঃপ্রকাশও অনেকখানিই কমে এসেছে। অবশ্য এখনও তিনি ফ্যাসিস্টদের পুরোনো স্লোগান ‘ঈশ্বর, পিতৃভূমি, পরিবার’-এর উপরেই আস্থা রাখছেন।

তিনি সমকামিতার পক্ষে কাজ করা লবির বিরোধী, অভিবাসন রুখতে লিবিয়ায় নৌ অবরোধ দেয়ার পক্ষে। জুলাইয়ে মারিও দ্রাঘির জাতীয় ঐক্য সরকার ভেঙে যাওয়ায় ইতালিতে এক শতকেরও বেশি সময় পর শরৎকালে প্রথম সাধারণ নির্বাচন হচ্ছে। রোববার সকাল ৭টা থেকে শুরু হওয়া এ ভোট স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত চলবে, এরপর বুথফেরত জরিপ ও ভোটের চিত্র দেখে কারা পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে, তার আভাস মিলবে।

মেলোনির ব্রাদার্স অব ইতালির সঙ্গে ডানপন্থিদের জোটে আছে মাত্তিও সালভিনির লিগ পার্টি ও সিলভিও বারলুসকোনির ফোর্জা ইতালি। নির্বাচনে জিতলে তা হবে রোমের বাসিন্দা ৪৫ বছর বয়সী মেলোনির জন্য বড় উত্থান। ২০১৮ সালের সর্বশেষ সাধারণ নির্বাচনেই তার দল পেয়েছিল মাত্র ৪ শতাংশ ভোট।

ভোটগ্রহণ রোববার রাতে শেষ হলেও সংখ্যানুপাতিক হিসাব আর বেশি ভোট পাওয়া প্রার্থীর আসন জয়সহ নানান জটিল বিন্যাস থাকায় পার্লামেন্টে কোন দল ঠিক কত আসন পেতে যাচ্ছে তা বের হতে সময় লাগবে।

সর্বশেষ জনমত জরিপ হয়েছে ভোটের দুই সপ্তাহ আগে; এর মধ্যে বাম ঘরানার ফাইভ স্টার মুভমেন্ট দলের সমর্থন কিছুটা বেড়েছে বলে গুঞ্জন রয়েছে, এ কারণে কেউ কেউ ভোটের ফলে চমকও আশা করছেন। ২০১৮ সালের নির্বাচনে ফাইভ স্টার সবচেয়ে বেশি আসন পেয়েছিল।

আর ডানপন্থিরা সুস্পষ্ট ব্যবধানে জিতলেও অক্টোবরের শেষভাগের আগে তারা সরকার গঠন করতে পারছে না, দেশটির নতুন পার্লামেন্টও আগামী ১৩ অক্টোবরের আগে বসছে না।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এর আগে জুলাই মাসে বিদায়ী প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সরকারের পতনের পর রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে গ্রীষ্মকালে নির্বাচনী প্রচার শুরু হয়। ১০ সেপ্টেম্বর প্রাক-নির্বাচন নিষেধাজ্ঞার আগে প্রকাশিত সর্বশেষ জরিপ অনুসারে, অতি-ডানপন্থী দল ফ্রেটেলি ডি’ইতালিয়া (ইতালির ব্রাদার্স) এর নেতা জর্জিয়া মেলোনি প্রচারে আধিপত্য বিস্তার করছেন। যেখানে তিনি ২৫ শতাংশ ভোট পেয়েছিলেন।

সর্বশেষ জরিপ অনুসারে এনরিকো লেট্টার নেতৃত্বে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি ২২ শতাংশ ভোট পেয়েছে। তবে অন্য কেন্দ্র এবং বাম-দলগুলো একটি বিস্তৃত জোট গঠন করতে ব্যর্থ হয়েছে। যা এই নির্বাচনে তাদের জয়ের সম্ভাবনা হ্রাস করেছে। অন্যদিকে জিউসেপ কান্তের ফাইভ স্টার মুভমেন্ট দেশটির দক্ষিণাঞ্চলে শক্তিশালী প্রচারণার পরও ১৩ শতাংশ ভোট পায় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //