ফিলিপাইনে সুপার টাইফুন নোরুর আঘাতে নিহত ৫

ফিলিপাইনে ক্যাটাগরি ফাইভ সুপার টাইফুন নোরুর আঘাতে পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে সবাই উদ্ধারকর্মী বলে জানা গেছে। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। 

গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) ঝড়টি ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থিত লুজোন দ্বীপে ১৮৫ কিলোমিটার আঘাত হানে। এতে কয়েক লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

আবহাওয়াবিদরা জানান, টাইফুনটি ‘তীব্র আকার ধারণ’ করার পর এটির বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২৪০ কিলোমিটারেও ওপরে। ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির গতিপ্রতি ঘণ্টায় প্রায় ৯০ কিমি বেড়েছে।

এ টাইফুন বা ঘূর্ণিঝড়টির প্রভাব রাজধানী ম্যানিলাতেও পড়তে পারে বলে জানানো হয়েছে। ঝুঁকিতে থাকা সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে ফিলিপাইনে আঘাত হানে শক্তিশালী টাইফুন রাই। তখন প্রায় ৪০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন। 

সূত্র: বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //