তুরস্কে কয়লাখনিতে মাইন বিস্ফোরণ, নিহত ২৫

তুরস্কের উত্তরাঞ্চলের বারতিন প্রদেশে আমরাসা এলাকার একটি কয়লাখনিতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অর্ধশতের বেশি শ্রমিক। বিস্ফোরণের সময় খনিতে ১১০ জনের মতো শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে মাত্র ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা খনিতে আটকা পড়েছেন।

গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আটকা পড়া শ্রমিকরা ভূগর্ভ থেকে প্রায় ৩০০ মিটার নিচে অবস্থান করছেন।

বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানিয়েছেন, খনি থেকে উদ্ধারকৃত ১১ জনকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা গতকাল রাত থেকেই খনিতে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কৃষ্ণসাগরের উপকূলে আমরাসা এলাকায় অবস্থিত ওই খনি থেকে যাদের উদ্ধার করা হচ্ছে তাদের অবস্থা খুবই শোচনীয়। বিস্ফোরণের ঘটনায় যারা এখনো নিখোঁজ রয়েছেন তাদের ফিরে যেতে পরিবারের লোকজন সেখানে ভিড় জমিয়েছে। 

ইন্টারিয়র মন্ত্রী সুলেমান সুলে জানিয়েছেন, ৩০০ থেকে ৩৫০ মিটার গভীরের এলাকাটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। সেখানে প্রায় ৪৯ জনের মতো শ্রমিক কর্মরত ছিল। ওই এলাকায় এখনো উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেনি। 

কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। 

তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে যে ফায়ারড্যাম্পের কারণে বিস্ফোরণ ঘটেছে, যা মিথেন কয়লা খনিতে বিস্ফোরক মিশ্রণ তৈরি করছে।

তিনি এ ঘটনাকে সত্যিই ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন। 

উল্লেখ্য, ২০১৪ সালে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর সোমাতে একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৩০১ জন নিহত হন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //