টিকার দাম চারগুণ বাড়াবে ফাইজার

কোভিড-১৯ টিকার দাম চারগুণ বাড়াতে যাচ্ছে ফাইজার। যুক্তরাষ্ট্র সরকারের সাথে ক্রয়চুক্তির মেয়াদ শেষ হলেই প্রতিষ্ঠানটি নতুন দাম কার্যকর করবে বলে জানা গেছে। তখন প্রতি ডোজের দাম পড়বে ১১০ থেকে ১৩০ ডলার। 

গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) এই তথ্য দিয়েছেন ফাইজারের নির্বাহী অ্যাঞ্জেলা লুকিন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে মার্কিন সরকার জনগণকে বিনামূল্যে টিকা দিচ্ছে। লুকিন আশাবাদ ব্যক্ত করেছেন সামনেও ব্যক্তিগত বা সরকারি বীমার আওতায় বিনামূল্যে টিকা প্রদান করা হবে।

এদিকে, গতকাল আরেক প্রতিবেদনে ওয়াল স্ট্রিটের বরাত দিয়ে রয়টার্স জানায়, ভ্যাকসিনের চাহিদা কমে যাওয়ায় কোম্পানিগুলো দাম বাড়াতে পারে। এর অর্থ হলো, ২০২৩ ও পরবর্তী মুনাফা পূর্বাভাসের লক্ষ্য পূরণে তাদের দাম বাড়াতে হবে।

যুক্তরাষ্ট্র সরকার বর্তমানে ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেক উৎপাদিত প্রতি ডোজ টিকার জন্য দিচ্ছে ৩০ ডলার। যা এখন এক লাফে চারগুণ বাড়তে চলেছে। আগামী বছর দেশটিতে জনস্বাস্থ্য জরুরি অবস্থার মেয়াদ শেষ হলে টিকার বাজার ব্যক্তিগত বীমায় অধীনে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।

তবে স্বাস্থ্য বীমা ছাড়া টিকাদানে জনগণের অংশগ্রহণ কেমন হবে তা এখনো স্পষ্ট নয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //