‘জেলেনস্কি বিশ্বে পরমাণু যুদ্ধ বাধাতে চাইছে’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বে পরমাণু যুদ্ধ বাধাতে চাইছেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রেডিও তেহরান এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, জাখারোভা বলেন, ইউক্রেন এখন ডার্টি বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালাচ্ছে যাতে রাশিয়াকে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের জন্য অভিযুক্ত করা যায়।

তিনি বলেন, পশ্চিমারা যুদ্ধ দীর্ঘায়িত করে নতুন নতুন অস্ত্র চুক্তি করার পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, ইউক্রেনের ওপর চাপ বাড়িয়ে বিপজ্জনক খেলা থেকে ইউক্রেনকে বিরত রাখতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। ইউক্রেন জাপারোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাচ্ছে। 

রাশিয়া যদি এই কেন্দ্রকে রক্ষা না করত তাহলে সেখানে এত দিনে মহাবিপর্যয় দেখা দিত বলে দাবি করেন জাখারোভা।

পাশ্চাত্যের যুদ্ধকামী নীতির সমালোচনা করে রুশ মুখপাত্র বলেন, পশ্চিমারা ইউক্রেনে নতুন নতুন অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। তারা ইউক্রেনের ভূখণ্ডকে অস্ত্র পরীক্ষার কেন্দ্রে পরিণত করেছে। তারা ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করতে রাশিয়ার অর্থ-সম্পদ জব্দ করছে। তাদের কাছে ইউক্রেনের ভূখণ্ড বা ইউক্রেনের জনগণের কোনো মূল্য নেই।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে অস্ত্রসহ সব ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছে আমেরিকা ও ইউরোপ। এ কারণে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //