পোল্যান্ডে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইউক্রেন

রাশিয়ায় তৈরি ক্ষেপণাস্ত্রে পোল্যান্ডের ২ নাগরিকের মৃত্যুর ঘটনায় উঠে এল নতুন তথ্য। এ বার জানা গেল রাশিয়া নয়, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রেই প্রতিবেশী দেশ পোল্যান্ডের দু’জনের মৃত্যু হয়েছে।

রাশিয়া জানায়, পোল্যান্ডে পড়া ক্ষেপণাস্ত্র কোনও ভাবেই তাদের নয়। উল্টো উত্তেজক পরিস্থিতি সৃষ্টির জন্য পোল্যান্ডকে দায়ী করেছে ভ্লাদিমির পুতিনের দেশ।

সংবাদ সংস্থা রয়টার্স তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী একটি রুশ ক্ষেপণাস্ত্রকে রুখতে গিয়ে আর একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বুধবার ওই ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে ইউক্রেন সীমান্ত থেকে ৬ কিলোমিটার দূরে পূর্ব পোল্যান্ডের একটি গ্রামে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আঁন্দ্রে ডুডা ওই ক্ষেপণাস্ত্র রাশিয়ার নিক্ষেপ করা কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। রাশিয়ায় তৈরি ক্ষেপণাস্ত্র কেন এবং কী ভাবে তাদের দেশে গিয়ে পড়ল, তার দ্রুত কার্যকারণ এবং ব্যাখ্যা চেয়ে ওয়ারশে অবস্থিত রুশ দূতাবাসে খবর পাঠানো হয়।

রাশিয়া জানায়, পোল্যান্ডে পড়া ক্ষেপণাস্ত্র কোনও ভাবেই তাদের নয়। উল্টো উত্তেজক পরিস্থিতি সৃষ্টির জন্য পোল্যান্ডকে দায়ী করেছে ভ্লাদিমির পুতিনের দেশ।

জি-২০ বৈঠকের মাঝে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

নাটো-সঙ্গী দেশ পোল্যান্ডের পাশে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সন্দেহ প্রকাশ করে বলেন, “এই হামলা রাশিয়ার না-ও হতে পারে।” 

বাইডেন বলেছেন, “ওই ক্ষেপণাস্ত্র রাশিয়ারই পাঠানো কি না, তা নিয়ে স্পষ্ট কোনও প্রমাণ পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘‘ঠিক কী ঘটেছে, তা তদন্তসাপেক্ষ। তবে আমরা পোলান্ডের পাশে আছি।

অন্য দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোলান্ডে নিহত দুই নাগরিকের জন্য দুঃখপ্রকাশ করেন। তবে নতুন এই তথ্য সামনে আসার পর তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //