নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় আজ শনিবার (১৯ নভেম্বর) ১৫তম সাধারণ নির্বাচন। দেশটিতে আজ সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। এই নির্বাচনের মধ্য দিয়েই দেশটির নতুন প্রধানমন্ত্রী বেছে নেবেন নাগরিকরা।

দ্য স্টারের এক প্রতিবেদনে এসব কথা জানা গেছে।

এদিকে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে বিভিন্ন দলের জনসমর্থন নিয়ে পূর্বাভাস মিলেছে গণমাধ্যম জরিপে। তাতে এগিয়ে পাকাতান হারাপানের আনোয়ার ইব্রাহিম। চলমান রাজনৈতিক অস্থিরতা দূর হয়ে দেশে স্থিতিশীলতা ফিরবে, নির্বাচন ঘিরে এমন প্রত্যাশা ভোটারদের।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালের ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকাতান হারাপানের আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রীর দৌড়ে আছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ মাহা-থির মোহাম্মদও।

ভোটে সাবেক প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জয়ের আভাস দিচ্ছে জরিপ সংস্থা মেরডেকা। তাদের দাবি আনোয়ারের দল পাকাতান হারাপান জোট পেতে পারে ৩৩ শতাংশের বেশি ভোট। আর মুহিউদ্দীনের পেরিকাতান ২০ শতাংশ ও ইসমাইল সাবরি ইয়াকুবের জোট বারিসান ন্যাশনাল পাবে ১৭ শতাংশ ভোটারের সমর্থন। আর মাত্র দুই শতাংশ ভোট পেতে পারেন মাহা-থির মোহাম্মদের গেরাকান তানাহ এয়ার ।  

বেকারত্ব দূর করার পাশাপাশি, অর্থনীতি পুনরুদ্ধার, জাতিগত বিভেদের অবসান করে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা আনোয়ারের নির্বাচনী অঙ্গীকার। তবে জোরেশোরে প্রচারণা চালালেও অন্য পক্ষগুলো তার বিরুদ্ধে জোট গড়লে হারতে পারেন তিনি। 

ফেডারেল সংসদের ২২২টি আসনের জন্য জনপ্রতিনিধি বেছে নেবে মালয়েশিয়ার জনগণ। সরকার গঠনে নির্দিষ্ট দল বা জোটকে পেতে হবে ১১২টি আসন। এবার ভোটার হওয়ার বয়সসীমা ২১ থেকে ১৮ বছর করায় মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, দুই কোটি ২১ লাখে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //