ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫২

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫২ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে কয়েক হাজার। আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল মঙ্গলবার (২২ নভেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২১ মিনিটে ইন্দোনেশিয়ায় আঘাত হানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতায় কেঁপে ওঠে সিয়ানজু, লেমব্যাং, বানদুংসহ পশ্চিম জাভার একাধিক অঞ্চল।

ভূমিকম্পে বাস্তুচ্যুত হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ, ক্ষতিগ্রস্ত হয় ২২ হাজারেরও বেশি বাড়িঘর। বহু মানুষ এখনও ধ্বংসস্তুপের নিচে আটকে আছেন।

ভূমিকম্পের পরপরই বহু লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অনেককে বাইরে চিকিৎসা দেওয়া হয়েছে। ধসেপড়া ভবনের নিচে আটকেপড়া লোকজনকে বাঁচানোর জন্য উদ্ধারকারীরা কাজ করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //