ইতালিতে ভূমিধ্বসে নিহত ৭

ইতালির ইসচিয়া দ্বীপে অতিরিক্ত বৃষ্টিপাতে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। এতে নবজাতক ও দুই শিশুসহ কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (২৮ নভেম্বর) স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

গত শনিবার (২৬ নভেম্বর) থেকে অতিরিক্ত বৃষ্টি পাতে ভূমিধ্বস শুরু হয়। এতে বন্দরনগরী কাসামিককোলা টার্মি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ভিডিও ফুটে ও ছবিতে দেখা যায় ভবনগুলো কাদার মধ্যে তলিয়ে গেছে। ভূমিধ্বসের তোরে গাড়ি নদীতে ভাসছে। এছাড়া আবাসিক এলাকাগুলো পুরোপুরি কাদায় দেবে গেছে। 

ইতালির এই দ্বীপে ৬ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যেটি ছিল গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। 

বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ে আবাসিক ভবন নির্মাণের ফলে উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। ফলে এ ধরনের ঘটনা ঘটছে। এছাড়া ২০১৭ সালে ৪ মাত্রার ভূমিকম্পে দুইজন নিহত হয়। 

ঘনবসতিপূর্ণ ইসচিয়া একটি আগ্নেয় দ্বীপ যা ইতালির নেপলস থেকে প্রায় ৩০ কিমি দূরে অবস্থিত। এটি তার তাপমাত্রা এবং মনোরম উপকূলরেখার কারণে পর্যটকদের কাছে ব্যাপক আকর্ষণীয় স্থান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //