উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া। একের পর এক মিসাইল নিক্ষেপ ও পরীক্ষা চালানোর ঘটনায় দেশটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স ও টাইম।

কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির তিন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। আর জাপান তিনটি গোষ্ঠী ও একজন ব্যক্তির নামে জারি করেছে এ নিষেধাজ্ঞা।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত আট ব্যক্তি ও সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল।

গণমাধ্যমের সূত্রে জানা গেছে, উত্তর কোরিয়াকে কোনোভাবেই আলোচনা টেবিলে বসাতে না পারায় নতুন এ নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিবেশি দক্ষিণ কোরিয়া ও তার দুই মিত্র জাপান এবং যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //