নাইজেরিয়ায় মসজিদে ভয়াবহ হামলা, নিহত ১২

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি মসজিদে ভয়াবহ হামলা চালিয়েছে এক দল বন্দুকধারী। এতে মসজিদের ইমামসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

গতকাল শনিবার (৩ ডিসেম্বর) রাতে এশার নামাজের সময় মসজিদে এ হামলার ঘটনায় ঘটে। 

আজ রবিবার (৪ ডিসেম্বর) স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বন্দুকধারীরা কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে বলে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটসিনা প্রদেশের ফুন্তুয়া এলাকায় এই হামলা চালানো হয়েছে। ওই এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে আসে এবং এলোপাথাড়ি গুলি চালায়। এশার নামাজের সময় গোলাগুলির মাঝে পড়ে কমপক্ষে ১২ জন মারা গেছেন।

ফুন্তুয়ার আরেক বাসিন্দা আব্দুল্লাহি মোহাম্মদ বলেন, হামলাকারীরা মসজিদ থেকে অনেক লোকজনকে জড়ো করে এবং ঝোপের কাছে নিয়ে যায়। আমি অপহরণ করা নিরীহ লোকদের মুক্তির জন্য তাদের কাছে অনুরোধ জানিয়েছি।

ক্যাটসিনা পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার-সমর্থিত প্রহরী কিছু বাসিন্দার সহায়তায় কয়েকজন মুসল্লিকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, নাইজেরিয়ার সশস্ত্র সংগঠনের সদস্যরা প্রায়ই বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে মানুষকে হত্যা অথবা অপহরণের পর মুক্তিপণ আদায় করে। সংঘবদ্ধ গ্যাং চক্রের সদস্যরা গ্রামবাসীর চাষাবাদ এবং ফসল কাটার অনুমতির জন্য সুরক্ষা ফিও দাবি করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //