বদলে যাচ্ছে ঐতিহাসিক ব্রিটিশ রাজ মুকুট

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক উপলক্ষ্যে ১৭ শতকের সেন্ট এডওয়ার্ড ঐতিহাসিক রাজ মুকুটে কিছুটা পরিবর্তন আনা হবে।

শনিবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে প্যালেস জানায়, আগামী বছরের ৬ মে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে খাঁটি সোনা, রুবির আবরণযুক্ত, মণি, নীলকান্তমণি, পোখরাজ, টুম্যালিন খচিত মুকুটটিতে কিছুটা পরিবর্তনের কাজ করা হবে।

রাজা তৃতীয় চার্লস যে মুকুটটি পরিধান করবেন তার ওপরের অংশটি বেগুনি রঙের। উচ্চতা ৩০ সেন্টিমিটার। এটি বেশ ভারী।

মুকুটটি শেষবার রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫৩ সালে তার অভিষেকের সময় পরেছিলেন। আগামী ৬ মে রাজা তৃতীয় চার্লস (৭৪) তার স্ত্রী রানী কনসর্ট ক্যামিলার সঙ্গে মুকুট পরবেন। অনুষ্ঠানেরে পর ৮ মে জাতীয় ছুটি থাকবে দেশটিতে।

এ মুকুটটি ১৬৬১ সালে রাজা দ্বিতীয় চার্লসের জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তীতে মুকুটটি চারশ বছর শুধুমাত্র রাজ্যাভিষেকের সময় মাথায় পরিধান করেছেন রাজা-রানিরা। কারণ মুকুটটি অনেক ভারী ছিল।

১৯১১ সালে রাজা পঞ্চম জর্জের অভিষেকের আগে মুকুটটি হালকা করতে কিছু পরিবর্তন করা হয়। কিন্তু তবুও এখনো এটির ওজন ২.২৩ কেজি।

এবারও রাজা তৃতীয় চার্লসও শুধুমাত্র অভিষেকের দিন এটি মাথায় দেবেন। এরপর তিনি অন্যান্য দিন ইম্পেরিয়াল স্টেট মুকুট পরিধান করবেন।

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। এর সঙ্গে সঙ্গেই যুক্তরাজ্যের নতুন রাজা হন তৎকালীন প্রিন্স চার্লস।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //