জাপোরিঝজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে রকেট লঞ্চার বসাল মস্কো

বন্ধ করা জাপোরিঝজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে মস্কো অসংখ্য রকেট লঞ্চার বসিয়েছে বলে দাবি করছে ইউক্রেন। 

গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দেশটি এ দাবি করে। এতে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইউক্রেনে রাশিয়ার হামলার শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহারের আশঙ্কা বেড়েছে।

ইউক্রেনের পারমাণবিক কোম্পানি ইনারগটমের বরাতে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ছয়টি চুল্লির পাশে অনেক গ্র্যান্ড মালটিপল রকেট লঞ্চার স্থাপন করা হয়েছে। রাশিয়া গোপনভাবে নতুন প্রতিরক্ষা অবকাঠামো ব্যবস্থা তৈরি করেছে, যা অপরাধ। এতে পারমাণবিক ও রেডিয়েশনের নিরাপত্তার সব শর্ত লঙ্ঘন হচ্ছে।

এখনো ইউক্রেনের দাবির সত্যত্য যাচাই করতে পারেনি দ্য গার্ডিয়ান।

ছয়টি চুল্লি বন্ধ থাকায় পরমাণু গলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি অনেক কমেছে। 

বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎকেন্দ্র থেকে এখনো বিপজ্জনক রিডিয়েশন বের হতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //