ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী এখন প্যারিসের এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নল্ট। এখন তিনি ১৮৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদের মালিক।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৭৮ কোটি ডলার। তার তুলনায় ৭২ বছর বয়সি আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮৮ কোটি ডলার, ১০ কোটি ডলার বেশি।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, টুইটার সংক্রান্ত নানা সমস্যায় মাস্কের প্রায় ১০ কোটি ডলার লোকসান হয়েছে। এ কারণে তালিকায় প্রথম স্থান থেকে ছিটকে গেছেন তিনি। তবে, দীর্ঘদিনের চেষ্টায় এই প্রথম আর্নল্ট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় নিজেকে প্রথম স্থানে তুলে আনতে পেরেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //