রাশিয়ার গুপ্তচর সন্দেহে জার্মান গোয়েন্দা গ্রেপ্তার

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি করে তথ্য পাচারের অভিযোগে জার্মানির আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার (বিএনডি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) জার্মানির আইন ও বিচারমন্ত্রী মার্কো বুশমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তি এ বছর জার্মানির গোপন রাষ্ট্রীয় তথ্য মস্কোর কাছে হস্তান্তর করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। বার্লিনে তার ও অন্য এক ব্যক্তির বাসা ও দপ্তরে তল্লাশি চালানো হয়েছে।

জার্মানির আইন ও বিচারমন্ত্রী মার্কো বুশমান বলেন, ‘সন্দেহ প্রমাণিত হলে রাশিয়ার গুপ্তচরবৃত্তি বড় ধাক্কা খাবে। তিনি এই ঘটনার আলোকে আরো সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।’

এর আগে গত এপ্রিল মাসে জার্মান সরকার ৪০ জন ব্যক্তিকে রাশিয়ার গুপ্তচর সন্দেহে দেশ থেকে বহিষ্কার করেছিল। কয়েক দিন আগে অস্ট্রিয়াও এক গ্রিক নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।

বিএনডি-র প্রধান ব্রুনো কাল বলেন, ‘গোটা ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে তার সংস্থা তদন্তকারী কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতা করছে। একই সাথে ভেতরের গোপন তথ্য পাচারের প্রমাণ সন্ধান করতে সার্বিক অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘অবিলম্বে ফেডারেল কৌশলিদের ডাকা হয়েছে। তবে তদন্ত চলাকালীন কোনো তথ্য প্রকাশ করা হবে না বলে কার্ল স্পষ্ট জানিয়ে দেন। জার্মানিতে প্রচলিত বিধি অনুযায়ী অভিযুক্তের সম্পূর্ণ নাম প্রকাশ করা সম্ভব নয়। শুধু জানা গেছে, তার প্রথম নাম কার্স্টেন ও পদবির প্রথম অক্ষর এলো।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //