কেন ফরাসি রাফায়েলকেই বেছে নিলো ভারত

পছন্দের তালিকায় শীর্ষে থাকার পরেও মার্কিন এফ এ ১৮ সুপার হর্নেটকে বাদ দিয়ে ফরাসি যুদ্ধবিমান রাফায়েল বেছে নিয়েছে ভারত। চীন এবং পাকিস্তানকে মোকাবিলা করতে এই নতুন যুদ্ধবিমান কিনছে ভারত। পরীক্ষার পর রাফায়েলের সক্ষমতায় মুগ্ধ হয়েই এই যুদ্ধবিমানটি বেছে নিয়েছে ভারতীয় নৌবাহিনী।

গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নির্মিত মিগ ২৯ ফাইটার জেটের বয়স ২০ বছর অতিক্রম করেছে। যা বেশ পুরাতনও হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে রাশিয়া নিজে যুদ্ধে জড়িত বলে বিমানের যন্ত্রাংশ ঠিকমতো সরবরাহ করতে পারছে না। তাই ২৬টি যুদ্ধবিমান বেছে নেওয়ার ক্ষেত্রে ফ্রান্সের রাফায়েলের সাথে লড়াইয়ে ছিল মার্কিন এফ এ ১৮ সুপার হর্নেট।

এরপর গোয়ার নৌ ঘাঁটিতে মার্কিন এবং ফরাসি ফাইটার বিমান দুটিকে পরীক্ষামূলকভাবে চালানো হয়। সেখানেই পরীক্ষার পর ফরাসি রাফায়েলকেই বেছে নিয়েছে ভারতীয় নৌবাহিনী।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গতি এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ার ফেয়ার প্রযুক্তিতে অনেক এগিয়ে রাফায়েল। এর মূল কারণ ফরাসি বিমানের নিচে উড়তে পারার ক্ষমতা এবং নতুন সেন্সর টেকনোলজি। যদিও এফ এ ১৮ একসাথে ১২ টি ক্ষেপণাস্ত্র যেখানে নিয়ে যেতে পারে আর রাফাল বহন করতে পারে দশটি। কিন্তু হামলার লক্ষ্যবস্তু অতিক্রমের দিক দিয়ে এফ ১৮ এর চেয়ে অনেক এগিয়ে রাফায়েল। 

মার্কিন বিমান যেখানে একসাথে আটটি টার্গেট করতে পারে, রাফায়েল সেখানে ১২টি টার্গেটে একসাথে হামলা চালাতে সক্ষম।

চলতি বছরের মার্চ মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ভারত সফরে আসবেন। সব ঠিক থাকলে তখনই এই চুক্তির বিষয়ে ঘোষণা আসতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //