যুক্তরাষ্ট্রের ওপর ফের চটেছে চীন

যুক্তরাষ্ট্রের ওপর ফের চটেছে চীন। দেশটির যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালি অতিক্রম করায় চীন সরকার ক্ষেপেছে বলে জানা গেছে।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান প্রণালির চীনের জন্য বেশ স্পর্শকাতর একটি স্থান। এই প্রণালিই চীন ও তাইওয়ানকে পৃথক করেছে। আর সেই প্রণালিই অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। এতে ক্ষুব্ধ হয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তবে এ ঘটনাকে রুটিন কার্যক্রম বলছে ওয়াশিংটন।

সাম্প্রতিক কয়েক বছরে দফায় দফায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালি পাড়ি দেওয়ার ঘটনা ঘটেছে। একইসাথে যুক্তরাজ্য ও কানাডার মতো দেশেরও যুদ্ধজাহাজ বিতর্কিত এ জলসীমা পাড়ি দিয়েছে। চীন এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছে। কারণ, স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে বেইজিং।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, আর্লেগ বার্গ শ্রেণির ক্ষেপণাস্ত্রবিধ্বংসী যুদ্ধজাহাজ চুং-হুন রুটিন ট্রানজিটের অংশ হিসেবে তাইওয়ান প্রণালি অতিক্রম করে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে স্বাধীন এবং মুক্ত রাখতে যুক্তরাষ্ট্র যে বদ্ধপরিকর, সেটা দেখানোর জন্য তাইওয়ান প্রণালিতে চুং-হুনের এই সমুদ্রযাত্রা।

বিবৃতি দিয়ে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত লিউ পেনজিউ। 

তিনি বিবৃতিতে বলেন, চীন এর তীব্র বিরোধিতা করছে। সমস্যা তৈরির এ চেষ্টা, উত্তেজনা বাড়ানো এবং শান্তি ও স্থিতিশীলতা নষ্টের জন্য করতে এমন উসকানিমূলক পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্রকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //