আর্মেনিয়ার সামরিক বাহিনীর একটি ইউনিটের ব্যারাকে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন ও আরো তিনজনের অবস্থা আশংকাজনক।
গতকাল বুধবার (১৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ওই সামরিক ইউনিটের ইঞ্জিনিয়ার ও স্নাইপার সেনাদলের ব্যারাকে ছড়িয়ে পড়া আগুনে ১৫ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় দগ্ধ আরো তিনজনের অবস্থা আশংকাজনক।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আর্মেনিয়া অগ্নিকাণ্ড নিহত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh