নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১২:১৬ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৩, ১২:২২ পিএম
নিজের ৯৩তম জন্মদিনে দীর্ঘদিনের প্রেমিকার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চাঁদের মাটিতে পা রাখা দ্বিতীয় মানব বাজ অলড্রিন। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার দীর্ঘদিনের প্রেমিকা ৬৩ বছরের অ্যানকা ফাউরকে বিয়ে করেছেন তিনি।
গতকাল শনিবার (২১ জানুয়ারি) টুইট করে বিয়ের খবর নিজেই জানিয়েছেন এ বিজ্ঞানী।
টুইটে অলড্রিন লেখেছেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, ৯৩তম জন্মদিনে আমার দীর্ঘদিনের প্রেম ড. আনকা ফাউরর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম।’
সামাজিক যোগাযোগমাধ্যমে অলড্রিন বিয়ের ছবিও শেয়ার করেছেন।
তবে অলড্রিনের অবশ্য এটাই প্রথম বিয়ে নয়। এর আগেও তিন বার বিয়ে করেছেন তিনি, কিন্তু কোনো বিয়েই স্থায়ী হয়নি।
উল্লেখ্য ১৯৬৯ সালের ২০ জুলাই প্রথমবার চাঁদের মাটিতে মানুষের পা পড়ে। প্রথমে নীল আর্মস্ট্রং এবং তার পরে বাজ অলড্রিন নামেন চাঁদের মাটিতে। একটি সাক্ষাৎকারে অলড্রিন জানিয়েছিলেন যে, তিনিই প্রথম ব্যক্তি যিনি চাঁদে মূত্রত্যাগও করেছেন!
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বাজ অলড্রিন অ্যানকা ফাউর যুক্তরাষ্ট্র চাঁদ টুইটার
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh