কানাডায় বাড়ি কিনতে পারবেন না বাংলাদেশিরা

এখন থেকে বিনিয়োগকারী হিসেবে কানাডায় আবাসিক সম্পত্তি কিনতে পারবে না বিদেশিরা। কেননা, নিজ দেশের নাগরিকদের আবাসন সংকট সমস্যা বৃদ্ধি পাওয়ায় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। 

গত রবিবার (১ জানুয়ারি) থেকে সেটা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত ডিসেম্বর মাসের শেষ দিকে, অটোয়া কর্তৃপক্ষ আরো স্পষ্ট করে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধু শহর অঞ্চলের বাসস্থানগুলোর জন্য প্রযোজ্য হবে।

মহামারীর পরে কানাডায় বাড়ির দাম আকাশচুম্বী হয়েছিল। তাই এই আইন পাশ করা হয়েছে। তাছাড়া দেশের অনেক রাজনীতিবিদ মনে করেন এর জন্য বিদেশিরা দায়ী। বিশেষ করে একজন বিনিয়োগকারী হিসেবে যিনি বাড়ি কিনছেন।

বাড়ির মূল্য বেশি হওয়ায় অনেক কানাডিয়ান বাড়ি কিনতে পারছিলেন না। এ অবস্থায় ২০২১ সালের নির্বাচনি প্রচারে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২ বছরের জন্য সাময়িক এ প্রস্তাব দেন।

সে সময় দেশটির লিবারেল পার্টি জানায়, কানাডায় বাড়ি কেনাটা মুনাফাকারী, ধনী ব্যবসায়ী ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। 

এতে অব্যবহৃত ও খালি পড়ে থাকা বাড়িগুলোর দামও আকাশ ছোঁয়া হয়েছে। বাড়িগুলো মানুষের জন্য, বিনিয়োগকারীদের জন্য নয়।

২০২১ সালে নির্বাচনে জয়ের পর উদারপন্থীরা নন-কানাডিয়ান আইনের মাধ্যমে আবাসিক সম্পত্তি কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ভ্যাঙ্কুভার ও টরন্টোর মতো প্রধান শহরগুলোতে খালি পড়ে থাকা এবং অনাবাসীদের বাড়ির ওপর কর আরোপ করেছে।

কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের মতে, ২০২২ সালের শুরু থেকে বাড়ির দাম গড়ে সর্বোচ্চ ৮ লাখ কানাডিয়ান ডলার ৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার থেকে কমে ৬ লাখ ৩০ হাজার কানাডিয়ান ডলার ৪ লাখ ৬৫ হাজার মার্কিন ডলারে নেমে এসেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //