ইসরায়েল-চাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সুবাতাস

ইসরায়েল-চাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সুবাতাস বইছে। যদিও ছিন্ন হওয়া সম্পর্ক পাঁচ বছর আগেই পুনরায় প্রতিষ্ঠা করে চাদ। সেই সম্পর্ক আরও জোরদারে আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ইসরায়েলে দূতাবাস উদ্বোধন করতে যাচ্ছে আফ্রিকার দেশ চাদ। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চাদের প্রেসিডেন্ট মাহামাত ডেবি ৪৮ ঘণ্টার সফরে বর্তমানে ইসরায়েলে রয়েছেন। এরই মধ্যে গতকাল বুধবার (১ জানুয়ারি) দূতাবাস উদ্বোধনের ঘোষণা দেয়া হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, বর্তমান আফ্রিকান ইউনিয়নের পূর্বসূরি অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। এরপর চাদ ১৯৭২ সালে তেলআবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

কিন্তু ২০১৮ সালের নভেম্বরে বর্তমান নেতার প্রয়াত পিতা, চাদের সাবেক প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি ইসরায়েলে একটি ঐতিহাসিক সফর করেছিলেন। ওই সফরে তিনি দুই দেশের সহযোগিতার একটি নতুন যুগে প্রবেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালে মরক্কো, বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করে ইসরায়েল। ওই চুক্তিকে ‘পিঠে ছুরিকাঘাত’ বলে বর্ণনা করেছে ফিলিস্তিন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //