মিয়ানমারে ৩৭ শহরে মার্শাল ‘ল’ জারি, বিচার হবে সামরিক আদালতে

বিদ্রোহীদের দমাতে আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) মিয়ানমারের ৩৭ শহরে মার্শাল ‘ল’ জারি করেছে দেশটির জান্তা সরকার। দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর একদিন পর এ ঘোষণা আসল।

সামরিক বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্শাল ‘ল’ জারিকৃত এলাকায় যেকোনো ফৌজদারি মামলার শুনানি হবে জান্তা স্থাপিত আদালতে। দেয়া হয়েছে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের মতো দণ্ডের সংখ্যা বাড়ানোর সতর্কতা। মৃত্যুদণ্ড ছাড়া সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে কোন আপিলের সুযোগ থাকবে না।

স্থানীয় গণমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রায় সাড়ে তিনশো শহরের মধ্যে ৬০টিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার নির্দেশ দিয়েছে, মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স এন্ড সিকিউরিটি কাউন্সিল। 

উল্লেখ্য, সম্প্রতি সামরিক সরকার ও বিভিন্ন বিদ্রোহী সংগঠনের মধ্যে সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে মিয়ানমারে। 

এর আগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি তারিখে সামরিক অভ্যুত্থানে অং সান সু চি’র সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর তারা মান্দালে এবং ইয়াঙ্গুন অঞ্চলে সামরিক আইন জারি করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //