এবার কলম্বিয়ার আকাশে চীনা ‘নজরদারি’ বেলুন

এবার কলম্বিয়ার আকাশসীমায় চীনা ‘নজরদারি’ বেলুন শনাক্ত হয়েছে। চীনের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়েছে যে, বেলুনটি তাদের।

এদিকে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় শনাক্ত হওয়ার পর যুদ্ধবিমান দিয়ে ধ্বংস করা সন্দেহজনক বেলুনটির ধ্বংসাবশেষ খুঁজছে মার্কিন সামরিক বাহিনী।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার বিমান বাহিনী বলছে, তাদের আকাশসীমায় ভেসে বেড়ানো বস্তুটি যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত হওয়া চীনা নজরদারি বেলুনটির মতোই। গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এটি শনাক্ত করা হয়। আকাশসীমা ছেড়ে না যাওয়া পর্যন্ত তা পর্যবেক্ষণ করা হয়েছিল। 

এদিকে বেলুনটি বেসামরিক কাজে ব্যবহার করা হয়েছে বলে দাবি করছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, এই আকাশযানটি বাতাসের ধাক্কায় এর নির্ধারিত রুট থেকে সরে গেছে। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় শনাক্ত হওয়ার পর গত শনিবার এফ-২২ যুদ্ধবিমান থেকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করেছে তারা। বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় পড়েছে। 

উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড ও ইউএস নর্দান কমান্ড জেনারেল গ্লেন ভ্যানহার্ক বলেন, মার্কিন নৌবাহিনী বেলুনটির ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান চালাচ্ছে। এ অভিযানে নিরাপত্তার দায়িত্বে আছে কোস্ট গার্ড।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //