বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭২৬ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৬০ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৮৮১ জন।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় জাপানে মৃত্যু হয়েছে ১৬১ জনের এবং আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৪৩৮ জন। একই সময়ে তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের।

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫৭ জন এবং মারা গেছেন ১৭৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯৯ জন এবং মারা গেছেন ৪২ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৭ জন এবং মারা গেছেন ৯৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১২০ জন এবং মারা গেছেন ১০ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ৪৩ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন এবং মারা গেছেন ৪ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৫৬০ জন এবং মারা গেছেন ৪ জন।

একই সময়ে, ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৯২ জন এবং মারা গেছেন ৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৯৯৫ এবং মারা গেছেন ৪ জন। ইসরায়েল আক্রান্ত হয়েছেন ৮৬০ জন এবং মারা গেছেন ৭ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ৪৭ জন এবং মারা গেছেন ১০ জন। পর্তুগালে আক্রান্ত হয়েছেন ৬৭১ জন এবং মারা গেছেন ১৯ জন। মালয়েশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮৪ জন এবং মারা গেছেন ২ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ২২৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭৪ হাজার ৪৯৪ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৯১ লাখ ৩২ হাজার ১৪৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //